মগ্ন বাসনায়"
দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
মনে কি আছে সেই হাসি দিয়ে করেছিলে
চোখের বিনিময়-
মদিরা মত্ত আনন্দের উল্লসিত হৃদয়ে-
বহেছিলো বিনয় ধ্বনির বাঁশির সুরের উচ্ছাস।
নূপুরের পদধ্বনি তুলে সেদিন -
এসেছিলে কতো কাছে,


স্মরণে আছে কী? সেই স্মৃতিময় মধুর আলাপ
দুটিমন এক হয়ে সেইদিন বিনিময়
লজ্জার হয়েছিল পরাজয়।
অপেক্ষার আলোজ্বেলে রাত্রির বহমান-
উত্তাল যৌবনের দিশেহারা গাঢ় চুম্বন।
আছে আছে বহুলতা আছে-


ধ্রবতারা দেখে-দেখে কতো মনের হয় বিনিময়,
সেই ধ্বনি আজও শুনি কানে আসে সুর।
যদিও অকূল পাথারে হারিয়েছি বেলা
নিঃস্ব হইনি এখনও-
উপ্ত স্মরণে মগ্ন বাসনায় খোঁজে গো সখী
জাগ্রত ইথারে আজও শেষ হয়নি-
তোমারে চাওয়ার খেলা।


প্রকাশিত জনপ্রিয় -
স্মরনিকা পত্রিকায়
প্রকাশিত কবি-কবিতার ওয়েবসাইট।
লেখক কর্তৃক সংরক্ষিত।