----শুধু'ই বিষন্ন।
---দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
লোভী মানুষের ভিড় চারপাশে প্রকাশ্যে শুধু-
আমাদের চারিদিকে ঘুরে,শেষ যার কোনদিন নেই-
শুকুনের মাংস খায়' ঘুষ খায় হৃদয় ছিড়ে খায় মধু।
প্রতি দেশে হতাশ্বাস অতচ- শিশুরাও নিরাপদ নয়
মিছিলের সাথে চলে ক্রমশ ও কোথায় যেন ভয়।
উত্তর নেই শিশুদের কাছে ---


দৃশ্য হয় হারাম রক্তের গড়া গাঢ়,শুধু ভালোবেসে বাঁচে,
লোভী সব তাক করে বন্দুকের নল
পথিকের শান্তি নেই শান্তিতে নেই মানুষের দল।
হারাম খেয়ে মজা পায় এমনই মজার সুর ভাসে-
পবিত্র স্হানে বসে তবু কারা চুরি করে ভোরে
রক্ত খায় মানুষের রক্তমাংস মজ্জা আর গাঢ়।
পৃথিবীর সুখ শান্তি অলস মানুষও খোঁজে-
মায়াবী পৃথিবী কী' ছেড়ে গেছে ----
এখন আর কেউ নেই কাছে।
স্বভাবী লোভীর লোভ প্রকাশ্যে এখন-
যারা বিপ্লব করে মহত্তম কাজ নিয়ে আসে,
হঠাৎ' মিছিলের ভিড় থেকে নিগুর রক্তের পিছে
লাশগুলো ভাসে।


ক্ষমাহীন নিরবতা জাফরের দল মনোবল ভেঙ্গে ফ্যালে-
ভেঙ্গে ফ্যালে--- রক্ত সত্য সফলতা সুর শব্দজাল।
তাই দ্যাখে মানুষের দল- অলস হয়ে পড়ে আছে
কোনসময় চলে যাবে ভেবে--
বেশি কিছু অলসতা নিয়ে'ইচ্ছা করে থাকে বসে ঘরে,
বিশ্বাস ও বিক্রি হয় সবকিছু দ্রুত--
শান্তি সুখ সরে সরে যেতে থাকে অন্ধকারে।
খবরের কাগজেও বৃথা জ্বালা ইচ্ছা অভিশাপ-
তৃষ্ণা ঝরে গিলে জল রক্ত পাওয়া যায়---
কবির সামর্থ্য আর্থিক হিসাবে আজ বড় অসহায়
শুধু'ই বিষন্ন--- লোভী মানুষের ভিড়ে বিষন্ন করে যায়।
------------------------------------
প্রকাশিত কবি ও কবিতার ওয়েবসাইট।
লেখক কর্তৃক সংরক্ষিত।