-------ভালোবেসে"
----দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
সহন ক্ষমতা আছে জানি প্রিয় জানি
আছে ভালোবাসা ওগো-খুলে দাও বন্ধ দুয়ার
কি হবে একা পুড়ে তোমার ভিতরে আছে তাজা তনুমন
আমারও আছে প্রিয়া বিশাল হৃদয় আর নিজস্ব ভুবন।
কাছে আসো-ভালোবেসে ক্রমাগত কাটাবো প্রহর-
দেখতে এলাম প্রিয়তমা যেথায় তোমার-
রূপের আলোয় জ্বলছে তোমার আপন ঘর।


তোমার নিখুঁত রূপের জ্যোতি ভালোবাসি কতো-
ভালোবাসি প্রিয়া তোমার সুমিষ্ট অন্তর
সবুজ পৃথিবীর রূপ হেরে যায় তোমার রূপে
বিমোহিত হয়ে সাগরজল-থেমে যায়-
মৃদু ঢেউতোলে চেয়ে চেয়ে অপলক বিশাল চোখে
তোমার ভ্রমর সুভুরু চোখদুটো দেখে আর
চেয়ে থাকে তোমার সুন্দর।
রাতের আঁধার তোমার রূপে লুকায় লজ্জায়
আর আড়ালে বসে থাকে চেয়ে---
রাত হলে চাঁদ হাসে তারা উঠে জ্বলে
সবাই তাকিয়ে দেখে তোমার সুরৎ।
পৃথিবীও দেখে তোমায় বিরাট চোখে---
কথা যবে বলো তুমি মধুবৃষ্টি ঝরে-
ভালোবাসি প্রিয়তমা ভালোবাসি তোমার অন্তর-
সবুজ পৃথিবী তোমাকে পেয়ে আরও হয়েছে সুন্দর।


পৃথিবী সবুজ প্রিয়া তুমিও সবুজ-
কপোলকল্পিত মাথার বেনিয়া তরু- মুখ অপরূপ-
ভালোবাসা দিলাম তোমায় ধারাবহে নদে
ওগো প্রিয়া লও তুমি প্রিয় সম্ভাষণ
বদলে দেও তোমার আরশ বিছায়ে
আজি হতে আমার শরীর তোমার অঙ্গের চাদর।
প্রিয়া তুমি দ্যাখো তবে হাসিমুখ দিয়ে
এতোপথ পাড়ি দিয়ে তবকাছে এসেছি যখন-
এতটুকু বলো শুধু হাঁ যুবক এসেছ ভালোবেসে
ইচ্ছে করে সব-ই দিবো তোমার চরণ---
আমিও তোমায় নিবো তোলে আর করিব বরণ।
জানো প্রিয়া আমি আর নেই যে আমার-
আমার বসত আজ সবই যে তোমার---
এসো বন্ধু প্রিয়তমা জীবন গড়িতে


শয্যা আজ সাজাবো গো পালঙ্গ তোমার
আনন্দ চাদরে শুয়ে করিব সুখের আলাপন--
ক্ষতবিক্ষত শরীরে আজ লাগাবো মলম
পুরোটা শরীর জুড়ে ফুটাব গোলাপ---
সর্বঅঙ্গে শ্বাস নিব- শুধু-ই ঘ্রাণ
সুখের তৃপ্তি নিয়ে বলিবে তৃষ্ণা নাও তৃষ্ণামিটাও
রশ্মি দাও ঘরে-দুজনে-ই চলে যাবো অনিন্দ্য সুন্দরে
আমিও তাই শুনে আলপনা এঁকে দিবো শোণিতের ছাপ
বাতাসে ভরকরে আরও উর্দ্বে জ্বলে----
সুখের শতকোটি অশ্রুছেড়ে দিবো অগভীর জলে
তোমার দীপ্তিঅঙ্গ যেনো সখি ঝলমল ভোর
প্রতিহত স্বাদ নিবে জিহ্বার ওপর।


আরশীতে শরীর লেগে হবে পুলক হৃদয়
খুশিমতো মনভরে দিবে কতো তোমার আদর
আঁধার গৃহটি আজ কতোনা সুন্দর।
কপালে জ্যোতির আলোয় শরীর সবুজ-
জীবনভর ভাসিয়ে নিয়ে যাবো সুখের সাগর
তবপ্রেমে ওগো প্রিয়া মনের দুয়ার খুলেছে সদর
আজ হতে ক্রমাগত ভালোবেসে কাটাব প্রহর।


প্রকাশিত কবি
কবিতার ওয়েবসাইট-
প্রকাশিত আলোর ভোর
পত্রিকায়।
২৭ জুলাই ২০১৬
০১:১৫