মরনের ছায়া ঘিরিয়া রাখে চার পাশে
জীবন সুসুমায় তুলে  কত তোলপাড়
কামনার ধরণীরে ছেড়ে যেতে মৃত্যু ঘিরিয়া
বেদনার সুর দিয়ে আকুলি ব্যাকুলি   দিনে রাতে ডাকে  কতবার ।


নিস্ব করিয়া প্রাণখানী নেয়
ধুলায় মাখায়ে আধারের বিভায়
স্হব্দ হৃদয়ে মাটিতে জড়ায়ে রাখে হায় ।
কবরের মাটি লাগিয়াছে যার গায় ,
সর্বগ্রাসী মৃত্যুরে নিয়ে গেলি যারে
মনের বাসনা জাগাতে সে কি আর
ফিরিয়া আসিবে পৃথিবীর রাঙা ভোরে ।
তার পর মোরা যৌবন সুরায়
মাতিয়া মৃত্যুরে করিনা ভয় ,
মৃত্যু যে  গত সবাকারে করেছে একাকার
জীবন সুধার ধরণীর লোভে দুনিয়া চুমিতে
পিয়ালা ভরিতে মোরা  রই কত যে বে খবর ।

আকাশ তারকার হৃদয়ের আলো দেখিতে
হিতাহিত জ্ঞান ভুলে  মদির দুনিয়ার মগ্নে ,
মহান প্রভুর নাম না নিয়ে মৃত্যুকে ভুলিয়া রই ।
কবরের মাটি লাগিয়াছে যার গায় ,
মাটিকেই চুমিয়া চুমিয়া  দেহাংশ
মাটিতেই পড়িয়া রয় ।
গেল যারা কত যুগ কত লক্ষ বছর পরে আছে ,
তাদের সাথে কেমন ব্যবহার হয় ,
পৃথিবীর বেঁচে থাকা জীবন্ত মানুষ কিছুই জানেনা
কোন সাংবাদিক হয়ে পৃথিবীতে ফিরে এসে পূর্ণবার
  হায় ,   কবরের জীবনের দিল না কোন খবর ।
তার পর মোরা লোভের মোহে মহান আল্লাহকে ভুলে ধরণীর মায়ায় রহেছি  কত যে বেখবর ।
  
দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
England ,