সন্ধান"
দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
আজও মোর তরী-ভাসিতেছে অকূল সমুদ্রে
শ্বাস আসে শ্বাস যায় মুহূর্তের তরে
চেয়ে দেখি আমি আছি-স্পর্শ করি নিজের শরীর
উদ্বেলিত কায়া তুলে আশায়-তোমাকে পাওয়ার ধ্বনি,
আমি যে প্রেম করি শুধু জানি আমি আর তুমি।
আমার হৃদয় খাতায় অঙ্কিত করি তোমার নাম-
প্রতি মুহূর্তেই নিশ্চিত হতে চাই ইশকের মনোবাসনায়
চেয়ে আছি ভালবাসা পাব বলে-


জিহ্বায় উচ্চারিত শব্দের আওয়াজ
নাচিতেছে রক্তবিন্দু করিতে উল্লাস।
সবইত তুমি শুনতে পাও শুধু তোমার জন্য
নিমগ্ন ধ্যানরত দেওয়ান-


সহস্র বিনিদ্র রাত্রির জলধারা বহে,
দেখিতে পাই এলোমেলো রাত
তারপরও সেই রশ্মির আস্বাদন অস্তিত্ব-
তোমাকে পাওয়ার আরাধনা আমার।
শুধু তোমাকেই পাওয়ার আরোধ্য ইশকের
স্পর্শ কাতরতায় পার করি অজস্র রাত-
আর খুঁজি শুধু -----
আলোকিত সম্ভারে সোনালী প্রভাত।


জনপ্রিয় ভোরের আলো -
পত্রিকায় প্রকাশিত।
প্রকাশিত কবি
কবিতার ওয়েবসাইট।