-------দুর্জয় শক্তি এনে"
---দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
ভোরের সূর্য ওরে জ্বালা মুখের বেপরোয়া অন্যায়
দীর্ঘশ্বাসে পাথরে পিষ্ট করিয়া মানুষের বুকছিঁড়ে
আর কতদিন উঠিবে জ্বলিয়া-
কতকাল বিলাপ করে ঘুমে যাবে হতাশার অন্ধকারে।


ঝড়বৃষ্টি বন্যা- মারী-
অমানুষের তৈরি মড়কে ভীত চারিদিক সন্রস্হ
ওরে নবীন-
জেগে উঠো প্রতিকূল প্রত্যয় নিয়ে জীবন স্পন্দনে
দূরীভূত করো পৃথিবীর যতো অন্যায়-
দূর্বার বেগএনে দুর্জয় শক্তিতে।
সময় চলে তার  নিজপথে করে পারাপার
দিবস নিশিত কিংবা দ্বিপ্রহর
সুখেদুঃখে চলে বাড়াইয়া কর।


কতো নবীনের প্রাণসুপ্তি ভাঙ্গে বক্ষছিঁড়ে করে তুলপার
জীবনের স্বপ্ন স্পর্শে মৃত্যুর ক্রোধ ক্রমশ ও বজ্রের-
আওয়াজ-তবুও নিরন্তর ঘুমে ওরে চন্দ্ররাজ-
গিরিদরী বুকে তবহাত প্রসারিত করে
সুপ্রসন্ন কিরণ দাও ছড়ায়ে ঝংকারে
মুক্তকরি ভুক্তভোগী করে দাও মিলনের মহা পারাপার।
নিশিতে জ্বলে দীপ্ত করো নিজ মহিমায়
কিরণ বিলায়ে দাও সুপ্রসন্ন করে-
তবে-ই  জ্বলিবে আলো জাতিধর্ম নির্বিশেষে জগৎ সংসারে।


প্রকাশিত জনপ্রিয় সময় পত্রিকায়।
প্রকাশিত কবি
কবিতার ওয়েবসাইট।
লেখক কর্তৃক সংরক্ষিত।
১ মে ২০১৬
০২:৩৫