------বিস্বাদ
---দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
কি কবিতা কিসের কবিতা তোমার জন্য লিখব বলো?
সময় যে নেই কবিতা পাঠ করার-
নিজের চেহেরা নিয়ে আয়নার সামনে সরব,
আর সময় আছে রাজনৈতিক নেতাদের পা চাটার
বাংলা কবিতা গল্প এখন ভালো লাগে না তোমার।


এ দেখে হারিয়ে ফেলেছি সকল শব্দরাজির উত্সমূল
যেভাবে হারিয়ে গেছে মোহিনী ঢেউখেলা বাংলার
নদীনালা খালবিল।
দূরাগত হচ্ছে আমার হৃদয়ের না বলা কথা-
কান্ড দেখে দেখে জমিয়ে জলসাচ্ছে হতাসার দীর্ঘশ্বাস
দুঃখ হতাশায় তোমার অধপতন দেখে ছায়া পথে
পারহয়ে স্পর্শ করছে আকাশ।
নিজের ভাষা বাক্সময় করে অন্যের ভাষার জন্য দিওয়ানা


আজকাল বাংলা পড়া তুমি ভুলে গেছ-
ঝিনুকের ভিতরে মুক্তোর হাসি সুসময় সুবাতাস সমিরে
বহে চলে বাংলা প্রসূনে সুরভিত এ ধরা-
তোমার সত্তা হারিয়ে বিপদগ্রস্ত অন্ধ
নিভে গেছে প্রত্যাশার জ্যোতি ভীতসন্ত্রস্ত জ্ঞানহারা।
তোমার জন্য আমি কি লিখব কবিতা?
আন্ধারে উন্মাতাল বিষমাখা হিংসার তীরে বিদ্ধ-
সম্ভাবনার রশ্মির সততার হৃদয়ের আয়না ভেঙ্গে
রুদ্ধ হয়েছে সকল দুয়ার।
কিভাবে করব আমি প্রতিবাদ
আমি লিখে দেই তোমার জন্য ভাষার মধু-
না পড়ে তোমার চেহেরায় লাগে বিস্বাদ।
তাই দিনে দিনে রুদ্ধ হচ্ছে আমার বাকস্ফূর্তি
কান্ড দেখে দেখে কিভাবে জানাই ধিক্কার-
বাস করছি তোমাদের সাথে?
শুভাথীর্ত্ত বন্ধু বিলুপ্ত নেই কোন তারিফ করার।
আমার কাছেই আমি বন্দি তোমার অনুশোচনায়
আমার বসন্ত আনন্দের ঋতু প্রায় অতিক্রান্ত


যেভাবে রুদ্ধ হচ্ছে বাংলার সম্ভাবনার সকল দুয়ার।
এই বুঝি আমাদের নসীব-
দোয়া করি প্রত্যাশার জ্যোতিতে-
উদ্ভাসিত হবে বাংলার দিগন্ত আবার
মহান প্রভুর দয়ায় যদি বিধৃত হয় যার মহিমা অপার।


প্রকাশিত কবি-
কবিতার ওয়েবসাইট।
প্রকাশিত আলোর ভোর পত্রিকায়।
৫ ডিসেম্বর ২০১৬
সময় ০৪:৫৮