ধমক"
দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
সুখের চিহ্ন কোথায় আছে মন খুঁজে পাবে?
সন্ধান নাই যার-
দুঃখের সন্ধান আছে বিরহ ব্যথার
সত্যি সুখ যে বড় বিচিত্র ব্যাপার।
খুঁজিয়া পাইনি আজও এ-যে মোর অদ্ভুত স্বপন
দুঃখের সাগরে তরী বেয়ে শ্রান্ত দেহে
ক্লান্ত মনে হয় না শয়ন।


কে আছে দরদী মনের ব্যথা বুজাই কারে?
আকাশপানে চেয়ে-ই থাকি
চাওয়ার যেন নাইক কিছু আর-
হৃদয় সাগরে ব্যথার জলে ঢেউ তুলে বারবার।
সুখের দেখা পাওয়ার আশায় আজও তরী বেয়ে
দেখছি আকাশ মেঘ নিয়ে যায়-
জলেরধারা দেখছে চোখে চেয়ে।


মনের ঘর স্বপ্নে বিভোর ঘুমের ঘরে মুক্ত করে দ্বার-
এমনি করে আকাশ জলে ঘুরে হাজার বার।
অন্তরে যে দুঃখের পাহাড় তিক্ত বিষের শ্বাস
আসমানেতে চেয়ে চেয়ে জানাই কতো উদাসী উচ্ছাস।
হৃদয় ঘরে শোকের আঘাত হাহাকারে ভরা-
বেদনা শ্বাসে ধৈর্যহারা মন বসন্তের ঘাটে
স্বপভরা সুখ যে আমার বিকিয়ে গেছে
কোন অজানার হাটে।


নিঃস্ব মনে দেখছি শুধু অন্ধকারে ধূসুর বালুচর-
কোথায় গিয়ে কোথায় দাঁড়াই
দ্বিধাদ্বন্দ্বে মনের ঘরের বসন খুলে লুটছে নিরন্তর।
তবুও তৃষ্ণাভরা মনে জাগে নিত্য সুখের প্রখর-
শ্বাসের বাতাস ধমক দিয়ে জাগায় মোর অন্তর।


প্রকাশিত কবি
কবিতার ওয়েবসাইট।
জনপ্রিয় ভোরের আলো পত্রিকায়
প্রকাশিত।
২৩ জুলাই ২০১৭
০১:১০ ----