-----মরবে যখন"
------দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
বুদ্ধিমান আর জ্ঞানীরা সবাই শোন
এই পৃথিবীতে কত অন্যায় সইতে পারলে মনে করো অন্যায়কে অন্যায় বলা যাবে?
কতটা দুঃখ পেয়ে মনে করো শিশু বৃদ্ধ নারী পুরুষ  চোখের জল ছাড়ে?
কত মানুষের বাচ্চা মারে দ্যাখো-    
হাজার কোটি বুলেট নাচে রক্ত খেয়ে খেয়ে?


প্রশ্নগুলো কঠিন তো নয়, উত্তর সবার জানা
তারপরও নিরব যারা বুদ্ধিমমানের কানা।
ঐ যে দ্যাখো পাহাড় বাঁচে ন্যায়ের বাতাস খেয়ে
সাগর জলও ভয় করেনা ভেঙে যাওয়ার আগে,
মানুষ হয়ে মানুষ মারে পায়ে শিকল দিয়ে।
জ্ঞানী গুণী দাবী করো অন্ধ হয়ে সেজে
সুখে থাকার অনুরাগে-


অন্যায় যখন পৃথিবীর বাতাস নিয়ে ঘুরে
বলো তখন দেখছিলেনা চোখে ভাল করে।
সুখে মাতাল কান পাতেনা কান্না শোনার ভয়ে
কত কোটি মরলে বলো?
তোমার দেহ যাবে লাশের জলে ভেসে,
হয়ত তখন অনেক দেরি-
তোমার দেহ মরবে যখন মানবে তুমি শেষে।
---------------------------------------------------
প্রকাশিত----
কবি ও কবিতার ওয়েবসাইট,
প্রকাশিত জনপ্রিয় এক্সপ্রেস পত্রিকায়
লেখক কর্তৃক সংরক্ষিত।
লন্ডন  থেকে-
-------------------------------------------------