এ মন ভিরু ভিরু তারে দেখি যবে
এলোমেলো সবি বুঝি হয় পলকে,
চাদর হয়ে ঘিরে বুঝি মায়া ভবে
মনের যত কথা সব আটকে হলকে!
ভীরু মনে ধীর পদে সামনে গিয়ে
কথা মালা সযতনে করব অর্পন,
তূর্ণি করে ঘূর্ণি ঝড়ে ছিন্ন দিয়ে
শেষে শুধু মনে থাকে শূন্য দর্পন।


সেও যেন কি কইতে চায়; কয় যদি খুলে
মরুর বুকে বইত বুঝি শান্তির বৃষ্টি,
তরী যদি ভিড়ে এসে নদের কূলে
আদি পর্বের তথ্য জানব; নারী সৃষ্টি।