বসন্ত, তুমি প্রকৃতির মাঝে
নতুন একটি সাজ,
কৃষ্ণচূড়ার ডগায় ডগায়
ফুটেছে ফুলের ভাঁজ।


ব্যস্ত শহর ছেড়ে গ্রামে
আসি প্রকৃতির টানে,
মনের মাঝে আনন্দের জোয়ার
বাসন্তীর ঐ গানে।


একা একা দাঁড়িয়ে থাকি
করতোয়া নদীর কূলে,
দখিনা বাতাসে দোলা লাগে
এলোমেলো করা চুলে।


নদীর উপর বয়ে চলে
মিষ্টি মিষ্টি ঢেউ,
ঢেউয়ের তালে নদীর পারে
গান গায় বুঝি কেউ।


শিমুল-পলাশ অশোক ফোটে
আরো ফোটে জুঁই,
সোনালী রোদে কুসুম ফোটে
আলতো করে ছুই।


চারিদিকে শত ফুলের
মোহনীয় ঘ্রাণ,
প্রকৃতির এই  রূপের মায়ায়
জুড়িয়ে যায় প্রাণ।


০৪/০২/১৯ খ্রীঃ