সকালে থাকে আলু ভর্তা
সাথে আরো ডাল,
এভাবে আমরা আর
খাবো কত কাল।
ডাল যেনো নয় সেটা
নিঃস্বাদের এক পানি,
সেই পানি খাইতে খাইতে
গেলো জীবনখানি।
দুপুরে থাকে একটু করে
মাছ কিংবা মাংস,
এই খাবারে ভরে নাতো
পেটের একটু অংশ।
তরকারি ভালো না
খাবো ডিম ভাজি,
ডিম নিয়ে গেলে বুয়ার কাছে
ভাজতে হয় না রাজি।
বুয়া বলে তেলের বোতলে
তেল যে আর নাই,
কেমন করে ভাজব ডিম
উপায় যে না পাই।
মেসে থেকে গরুর মাংস
শুধুই স্বপ্ন দেখি,
স্বপ্ন ভাঙ্গা কষ্ট গুলো
মনের মাঝেই রাখি।
এখন আসি রাতের কথায়
কি আর বলব ভাই,
একটু করে সবজি দেয়
ওমনি করেই খাই।
খাওয়া শেষে পেটটা হয়
কোনো রকম শান্ত,
একটু পরেই আবার ক্ষুধায়
হয়ে যাই যে ক্লান্ত।
এইতো হলো মেসের খাবার
নয়তো চিকিমিকি,
এভাবেই জীবনটা আজ
চলছে ধিকিধিকি।


০৬/১১/১৮ খ্রীঃ