প্রেম,
তুমি কি শীতল হাওয়ায় বয়ে যাওয়া মিশ্র অনুভূতি?
নাকি প্রখর রোদে ক্ষয়ে যাওয়া তীব্র খুনসুটি।


প্রেম,
তুমি কি প্রেমিকার কোমল হাতের চুড়ি?
নাকি বিচ্ছেদে কেটে যাওয়া কালো আকাশের ঘুড়ি।


প্রেম,
তুমি কি জীবন নামের ভাসমান ভেলা?
নাকি অতল গভীরে ডুবে যাওয়া প্রেম প্রেম খেলা।


প্রেম,
তুমি কি গ্রীষ্মকালের রোদ নিরোধের ছাতা?
নাকি মৃতপ্রায় মনবৃক্ষের ঝরে পড়া পাতা।


প্রেম,
তুমি কি দুটি  মনের ভালোবাসার স্পন্দন?
নাকি দিন শেষে হেরে যাওয়া অবলীলার ক্রন্দন।


প্রেম,
তুমি কি মান অভিমান আর আহ্লাদের আটখানা?
নাকি বেদনার নীল রঙ্গে রাঙ্গানো পাখনা।


প্রেম,
তুমি কি ফুলে ফুলে সাজানো রঙীন মেলা?
নাকি ব্যাথাতুর হৃদয়ের জমানো হেলা।


প্রেম,
তুমি কি ভালোবাসায় কুড়ে পাওয়া অমৃতের স্বাদ?
নাকি ভাঙ্গনে ধসে যাওয়া কঠিন বালির বাঁধ।


প্রেম,
তুৃমি কি মাঘের পরে স্নিগ্ধ হাওয়ার ফাগুন?
নাকি মনক্ষুন্ন প্রেম জোয়ারে তুষে জ্বলা আগুন।


প্রেম,
তুমি কি সুখ সাগরের গহীন জলের ঢেউ?
নাকি কূল হারানো দমে যাওয়া অসীম প্রান্তের কেউ।