ভাদ্র আশ্বিন এই দুই মাস
স্নিগ্ধ শরৎ কাল,
নীল আকাশে উড়ে বেড়ায়
সাদা মেঘের পাল।
বিদায় নিয়ে বর্ষা কালের
বৃষ্টি মাখা কাঁদা,
নদীর ধারে কাশঁফুল ফোটে
ফুলে ফুলে সাদা।
শিউলি ফোটে কামিনী ফোটে
ফোটে আরো বেলী,
ফুলে ফুলে উড়ে বেড়ায়
শত শত অলি।
শরৎ এলো কি আনন্দে
ঢলছে নদীর জল,
মেঘলা আকাশে মৃদু হাওয়ায়
উড়ছে পাখির দল।
সাদা বকটি চুপটি মেরে
বসে বিলের ধারে,
মাছ দেখিলেই আকুল হয়ে
ধরে খপ করে।
এইতো বৃষ্টি এইতো বাতাস
এইতো মিষ্টি রোদ,
মন জোয়ারে জেগে ওঠে
উল্লাসের আমোদ।