গোলাপের পাপড়ী গুলো নুয়ে পড়েছে,
ভেঙ্গেছে পাখির ডানা,
স্বপ্নময় তোমার শূন্যতা
আজ করেছে আমায় হানা।
রাতের নিস্তব্ধ তারাগুলি আজও নিস্তব্ধই থাকে
হয় না কারো মনোমুগ্ধের প্রহরী,
চাঁদটি আজ নীরবতায় আচ্ছন্ন
নেই মুখে উদ্দীপ্ত ম্লান হাসি।
দিনের পশ্চাত ভাগের গোধূলির আলোতে
আজও বসে থাকি একাকী,
হাজারো পাখির গুঞ্জন শুনি
শুধু তুমিই ফিরে আসার বাকি।
বসন্তের লোকিলের কণ্ঠেও যেন কান্নার সুর
দিশেহারা হয়ে সে পায়না নীড় খুঁজে,
দখিনা বাতাসের মৃদু পরশে বসে থাকি
তোমায় নিয়ে স্বপ্ন দেখি দুটি চোখ বুজে।
তোমায় না পেয়ে আমি খেলা করি
অগন্তিক জ্বোনাকির সাথে,
তুমি আসবে বলে নিয়ত চেয়ে থাকি
অগ্রে দেখা হওয়া নিশ্চল সেই পথে।


তুমি আমার সেই ঝলোকিত হীরের
নূপুর হয়েই থাকবে চিরদিন,
তোমাকে নিয়ে আমি রচিত কাব্য
এ ধরায় রবো যতদিন।