সমাজ আজ বর্বরতা
দৈব, কলুষিত প্রায়
একদল দূর্নীতির আনাগোনা, আহাজারি
আর অসি নামক উপহার দেয়ার প্রয়াস
উপদ্রপ, লুণ্ঠন আর প্রতারণ।


সেই ব্যস্ত শহরটায় আজ ঘুম নেই।
বানের স্রোতে ভেসে যাওয়া অবিরাম ঘাম ঝড়ানো
ক্লান্ত-শ্রান্ত দেহের উদয়।
এই দেহের অনুনয় বিনয় ব্যর্থ হয়ে যায়,
আইনের কর্ণ অবধি পৌঁছিয়েও তা হয়ে যায় অপসৃত।


ঝঞ্ঝাটযুক্ত নিষ্ফলা এই মাঠে
নির্যাতিতরা তৃষ্ণার্ত,
কিন্তু এ তৃষ্ণা পানির তৃষ্ণা নয়,
এ তৃষ্ণা স্বাধীনতার তৃষ্ণা।
এ তৃষ্ণায় কোথায় গিয়ে ঠেকবে ওরা?
সমাজের পুঙ্গব নেতাদের পিছে?
নাকি ব্যর্থ হয়ে নিষ্ফল মরুর কাছে।