আব্দুর রহীম হাজারী - পাতা ২

আব্দুর রহীম হাজারী
জন্ম তারিখ ২ মার্চ ১৯৯৩
জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
বর্তমান নিবাস ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
পেশা শিক্ষক
সামাজিক মাধ্যম Facebook  

কবি পরিচিতি: আব্দুর রহীম হাজারী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উরশীউড়া গ্রামের সম্ভ্রান্ত হাজারী বংশে পিতা জন্ম গ্রহণ করেন পিতার নাম আলী আহমদ ও মাতার নাম শিরিনা বেগম। তাঁর বংশ পূর্ব ৮ম পুরুষের নাম হাজারী সে দিকে নিসবত করে তাঁকে হাজারী বলা হয়, তাঁর বংশ পূর্ব ৯ম পুরুষ মাওঃ আব্দুস সোবহান মিয়াজী রহঃ যিনি ধর্ম প্রচারের জন্য পারস্য থেকে হিজরত করে এসেছিলেন। শিক্ষা জীবন : তিনি প্রথমে উরশীউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরে কওমি মাদ্রাসায় লেখা পড়া করেন। কর্ম জীবন : কর্মজীবনের শুরুতে উরশীউড়া কান্দি পাড়া জামে মসজিদের ইমাম ও বর্তমানে হামিউস সুন্নাহ মাদ্রাসা ভাদুঘর ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ব্যক্তিগত ও পারিবারিক জীবন : তিনি মা বাবার ৭ম সন্তান, তিনি ২০১৪ সালের ২২ নভেম্বর একই উপজেলার বাসুদেব পাইকপাড়া গ্রামের আবুল খায়ের মোল্লার ছোট মেয়ে সোনিয়া আক্তার কে বিবাহ করেন, পারিবারিক জীবনে তিনি ২ ছেলে ও ১ মেয়ের জনক।

আব্দুর রহীম হাজারী ৩ মাস হলো বাংলা-কবিতায় আছেন।


Poetry RSS

এখানে আব্দুর রহীম হাজারী -এর ৫৭টি কবিতা পাবেন।

   
সার্চ করুন
তারিখ
শিরোনাম
মন্তব্য
৫/২
৪/২
৩/২
২/২
১/২
২৯/১
২৮/১