কি হে, আমার জন্মসালের পরে আবার
                     প্রশ্নবোধক চিহ্ন কিসের?
কালজ্ঞরা, ওসব দিয়ে বুঝাতে চাস কী?
কবির শুধু জন্ম আছে, প্রজন্ম তো মর্ত্যকীটের;
ব্র্যাকেট দিয়ে আঁকবি তোরা আয়ুর পরিধি?


কবি কেবল উড়াল জানে, পাখিই ফেরে ঘরে:
কষ্টে-কোঁথে ডিম পাড়ে আর শোনায় দু'টো গান,
হলুদ ঠ্যাং-এ খুঁড়িয়ে শেষে বুক-চিতিয়ে মরে;
অন্তবিহীন শিস কাটে তো কবির কলগান ।


চিহ্ন যদি দিবিই তবে শোন:
ড্যাশের পরিবর্তে দিবে আগুনমুখো তীর 🡒
(দেখেনি যা পাণ্ডবেরা কিংবা কোনো দ্রোণ)
তারপরে দে ইনফিনিটি..ইনফিনিটি..∞
কাফন ফুঁ'ড়ে জন্ম নেবো বজ্র দধীচির!