[কবি শামসুর রহমান-এর কবরের পাশে]


: এ ক্যামন মুর্দা এলো,
  সতত কবর থেকে ধ্বনি আসছে "স্বাধীনতা তুমি"!
: গ্লুকোমা-আক্রান্ত চোখে লোকটা দেখতে পেতো
  নিজস্ব পতাকা নিয়ে শৃঙ্খলিত ছিলো তার প্রিয় মাতৃভূমি।


: এ ক্যামন মুর্দা এলো,
  সমগ্র বনানী জুড়ে পাখিরাও ভুলে গেছে গান!
: হয়তোবা লজ্জা পায়, পাখিরা কি গাইতে পারে কবির সমান?


: এ ক্যামন মুর্দা এলো,
  হেমন্ত আসেনি তবু আকাশ ঝরাচ্ছে তার শিশিরের কণা
: রূপালী স্নানের মোহে লোকটা কাতর ছিলো,
  বাতের ব্যামোয় ক্লান্ত ঘোড়াকে শিখিয়ে দিতো নীলিমায় উড়ার কল্পনা।


: এ ক্যামন মুর্দা এলো,
  প্রায়শ গভীর রাতে চিমটা বাজিয়ে নাচে একদল বিকট সন্ন্যাসী
: উৎসবে কেটেছে দিন, ওকে নিয়ে মেতে থাকতো দু'পারের বাঙলাভাষাভাষী।