কোথাও পুড়ছে কিছু অনির্বাণ অদৃশ্য আগুনে:
নিপুণ দহনশিল্প--নেই কোনো অবশিষ্ট ছাই,
কেবল পোড়ার গন্ধ নাসারন্ধ্রে এসে মারে ঘাই--
প্রশিক্ষিত সারমেয় হয়ে আছি ইন্দ্রিয়ের গুণে।


আমার অগ্রজ ব'সে ছিমছাম কোপেনহেগেনে
সেই কবে পেয়েছিলো অবাঞ্ছিত অশুভের ঘ্রাণ--
কটুগন্ধে বিষায়িত আমাদের সাজানো বাগান,
নিহত পায়রার শব পড়ে থাকে নাগরিক ড্রেনে।


(অনুবাদ: দ্যায়ার ইজ সামথিং রটেন ইন দ্য স্টেট অব ডেনমার্ক- শেক্সপিয়ার)