আমি সেই সব প্রাণের উৎসবে ফিরে যেতে চাই।
যখন রোদের ঝিলিক এসে লাগত ঝিরিঝিরি কলা পাতায়;উৎসবে বাড়ির প্রাঙ্গণে আকাশময় পত পত করে উড়ত রঙ্গীন কাগজের নিশান।
একটি সাধারণ আম পাতার সাজেও ছিল শৈল্পিক মুগ্ধতা!


এখন সবকিছু চক চক করছে,
অথচ কি যেন নেই!
চারদিকে শুধু নেই আর নেই...
অনেক গুলো নেইয়ের ভিতর আমি হারিয়ে যাই,
বাজনার ঝংকারে যেমন আসল গান হারিয়ে যায়!


আমি সেই সব দিনের কথা বলছি,
যখন  উৎসবে গ্রাম্যতা ছিল বটে,
তবে মানবিকতার কোন প্রকার কমতি ছিল না;বোধের জায়গাটা ছিল প্রাণময়।


এখন চারদিকে শুধু অসুস্থ সেলফির উৎসব!কোথাও কোন প্রাণের সঞ্চার নেই।


আমি সেই সব প্রাণের উৎসবে ফিরে যেতে চাই।


---------
---