নির্বোধ শব্দ স্তুতিতে আমাদের
স্বপ্ন যাত্রা থামেনি কখনো।


সেই যে বকুল ফুলের
মালা,
রন্ধন শৈলির বাস্পীয় বাতাসে
গোপনে চলেছে যে কারবার।


সেদিনের জলযোগে-
বার্মিজ পাকুম পিঠা।


চেলা কাঠের আগুনে বিশুদ্ধ
হয়েছে মেঘ!


দুর্ভেদ্য শব্দ মালার জটিলতায় লাভ কি?
আজকাল অনেক দুরে থাকো তুমি।


-------
---