কর্ষিত ভূমে চলে ইরি ধানের চাষ।
আহা! ভাত খাই বারো মাস।
মুগুরে জমেছে ধুলো;
সেকালের ডেরায় রীতিমতো এখন ঘুন পোকার বাস।
কর্ষিত ভূমে চলে ইরি ধানের চাষ।
আহা!ভাত খাই বারো মাস।


বহু আগে দেখা আবীর রাঙা সন্ধ্যায়
সেই যে হাসি মাখা মুখ;
এলোমেলো জোছনায়
ছাতিম গাছ গুলো ভূতের গল্প
শোনাতো,
সেই সব পান্ডুলিপির ধুলো সরিয়ে
তোমাকে পুণঃপুণ আবিষ্কারের
এখন  সময় কোথায়?  
কর্ষিত ভূমে চলে ইরি ধানের চাষ।
আহা!ভাত খাই বারো মাস।


ভাত কষ্ট নেই।
চৈত্রের পিপাসাও নেই।
ধুলো নেই,বাউরী নেই।
অনেক কিছু আছে।
তবুও কি যেন কি নেই!


কর্ষিত ভূমে চলে ইরি ধানের চাষ।
আহা!ভাত খাই বারো মাস।


---------
-----
২৬;১১;২০২২