পরিণত সবজি ক্ষেত জুড়ে
লেগেছে বসন্তের রং!
বাবর ফুলগুলো যেন একেকটি
আমার দিদার কানের দুল!
আঞ্চলিক মহাসড়ক গুলো প্রসস্ত হবে বলে
সমবেত শ্রমিকের কণ্ঠে ভেসে ওঠে
সম্মোহনের সুর!


আহা! কী অদ্ভুত এই পৃথিবী!!


সমবেত শ্রমিকের কোরাস
কাছে টানে
এই আমাকে যখন;
কোন কপিকল লাগে না তখন।


----------
-----