অত:পর নিস্তব্ধতার ভিতরে
ঘড়ির কাঁটার টিক টিক ধ্বনি,
বৈধব্য অন্ধকারের শর শয্যা;
কোন কোন রাত এত দীর্ঘ কেন?
জন্মের শোধ নেয়া;পাতা বাহারে
শুধু শুধু অভিমান জমা করি!
কেনা ঘুমের অভ্যস্ত দীর্ঘ শ্বাসে;
চোখের জল এখন ছায়া সঙ্গী।


ঝড়া ফুলের অপরাধে পাতকি;
এসবে আমার কোন ভয় নেই।
শুক্ল পক্ষে নির্জলা একাদশীর
নৈবেদ্য সাজিয়ে;দিয়েছি অঞ্জলি।
মাটির সান্নিধ্যে বেঁচে থাকে বৃক্ষ;
তবে কেন ফুল অস্পৃশ্যের বলি?