যখন দ্রোহের আগুনে পুড়ে জোছনার
বেসাতি গড়েছি;
তখন আমি তো নদীকেই খুঁজব।


বহু আগে শোনা কোন গান;
কর্ণকুহরে মেলে দেয় ডানা!
সেদিনের প্রতিটি অক্ষর যেন আজ চারাগাছ হয়ে,
মিশে গেছে নীলিমায়!


এসো, আমরা চুপচাপ শব্দহীন প্রতিবাদে
গাছ কিংবা নদী হয়ে যাই।


১৮;০৮;২০২২