শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন।
জলঢাকা উপজেলার কথা করিতে
চাই বর্ণন।।
বেশি সময় নিব নাতো,নিব
মিনিট ছয়।
অল্প কথায় কার্য হইলে
বেশি কথা নয়।।


উত্তরেতে বুড়িতিস্তা পূর্ব দিকে
যায়।
পশ্চিমেতে চড়ালকাটা দক্ষিণেতে
ধায়।।
ধর্মপালে বৌদ্ধ রাজার
ধর্মপালের গড়।
গাবরোলের বিল,বুল্লাইর দোলা,
ক্যানেল নীল সাগর।।
প্রকৃতির বর্ণনা শেষে ইতিহাসে যাই।
ইতিহাস যে চরম সত্য,মিথ্যার খাওয়া নাই।।
ব্রিটিশ আমালে হেথায় পুলিশ
ফাঁড়ি ছিল।
এরশাদ মিয়া আইসা এটি
উপজেলা করিল।।
সয়াত্তোরের নির্বাচনে পাবলিক
উল্টাপথে হাটে।
তার নমুনা পাই সেদিন
রাজারহাট
আর কিছু বড়ঘাটে।।
৫ই জানুয়ারির পরে,যত ব্রীজ
কালভার্ট;
মনের আনন্দে ভাঙ্গে,বন্ধ
দোকান পাট।।
আউলিয়া খানার নালাটিরে
ঠাসিয়া ধরিল।
আউল বাউল কোথাকার পানি
কোথায় যে গড়িল।।
ভূমিদস্যুর রক্ত চক্ষু,দেখে
লাগে ভয়।
কেন্দ্রীয় মন্দিরের জমি বেদখল
জেনেছেন নিশ্চয়।।


জলঢাকার মিঠা পানি পৃথিবীর
সেরা রে ভাই।
সবাই মিলে একমতে উন্নয়ন
যে চাই।।
মিলেমিশে এক সাথে সোনার
জলঢাকা গড়ি।
ভেদাভেদ ভুলিয়া আসেন,
নৌকার বৈঠা ধরি।।


জলঢাকার পদাবলী অমৃত
সমান।
কবিয়াল অবিনাশ কহে শুনে পূণ্যবাণ।।
এই বলে যে পদাবলীর ইতি হইয়া
যায়।
তেল দিন আপন মনে নিজ নিজ
চড়কায়।।
____
---