স্ফটিক স্বচ্ছ জলে মৎস্যগন্ধার
জল কেলি;
বিবর্ণ ঢেউয়ে পড়েছে স্মৃতির আছর।
দেখেছি,
দূরন্ত জপিরের ছিপ!
যেখানে,
তেল কাঁকড়া টোপে,
খাঁকিলা,কৈ,টেংরাদের
মায়াবী আত্মসমর্পণ ছিল!
খলাই উছলানো সাফল্যের তৃষ্ণা নেভেনি আজও!
প্রতিক্ষণে,
আগোচরে তো মৎস্যগন্ধারই
অনুসন্ধান।
জীবনের ব্যাক গিয়ারে
কোন চাতুর্য নেই!
এখানে,
স্থানের বদল হয়েছে ঠিক ঠাক;
তবে খোয়াবী
মৎস্যগন্ধার বাঘবন্দি খেলায়
কোন মীমাংসা নেই!