সূর্যাস্তের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে,
স্বচ্ছ জলে ভেসেছিল মেঘ,
আচমকা,ফুট ব্রীজের ওপর থেকে
এক দংগল ছেলে
লাফিয়ে পড়ল-
ছিন্ন-ভিন্ন মেঘ;ধ্যান ভেঙ্গে গেল।


ধ্যান ভাঙ্গালে দন্ড প্রাপ্তি ঘটে,
কিন্তু কতকাল আর
শুকনো পাতায় বেণি কাটা যায়?
মিছেমিছি দেয়া যায় ডুব সাঁতার?


এবার স্বচ্ছ জলের ভেতরেই
খুঁজতে হবে কবিতার জন্ম রহস্য;
মনু-শতরুপার কোলে সৃষ্টি হোক-
নতুন এক জলপদ্ম।


--------
---