বৃষ্টি ভেজা রাস্তাটা
গোডাউন ঘরের দিকে গেছে,
সাটার বন্ধ ওয়ার্কশপ জুড়ে
ঢেকে আছে সিনেমার বিজ্ঞাপণ!


বৃষ্টিবন্দী চায়ের দোকানে
ঢাকাই চলচ্চিত্রের নৃত্য কলা,
গ্রামীণ প্রেক্ষাগৃহে রসিয়া বন্ধুর
গানে বাজিমাত।
বুড়ো রশিদ মিঞা
ঘোলা চোখেই গিলে খাচ্ছে যৌবন;
মরিচা ধরা ফ্রেমে আটকে আছে সময়।


ক্লান্তিময় অবসাদে
নিরাপদ গদ্য পদ্যের ধুন তুলি।
কখনও পার্ক
বেঞ্চে বসে বাদামের খোঁসা ছুলি!


-----
--