পৃথিবীর এই শস্য ক্ষেতে
ভালোবাসার চাষাবাদ হয়;
প্রকৃতির রহস্যময় ক্যানভাসে
টেনেটুনে চলছে জীবন।
যেমন বেগুন গাছের শোষকমূলে
কীট পতঙ্গের আনাগোনা;
নিস্তেজ পাতার
আড়ালেও থাকে কিছু প্রাণ!
বৃষ্টি ধোয়া জাত নিমের চিরল পাতায়
যেমন জীবনের উচ্ছ্বাস!
প্রাণের দ্রোহে যে আগুন বাসা বাঁধে;
সে আগুনের ছড়ানো  উত্তাপ
যদিও সকলে সহ্য করতে পারে না।
তবে তোমার অভিমানী ভালোবাসা-ই
আজ আমাকে মৌন করেছে।
----