আকাশ ভরা তাঁরায় তাঁরায় জল ভরা এ চোখে,
হৃদয় কোণে গুচ্ছ গুচ্ছ প্রেম!যেন হঠাৎ তেল
ফুরিয়ে জ্বলে উঠা বাতি!প্রভাত সঙ্গীতে তোমার
ছবি এঁকে দিতে চাই।মহুয়া বাগানে হাঁটাহাঁটি
যদিও আগে থেকে শুরু ; অপেক্ষার প্রহর শেষে
তিস্তার জলে তৃষ্ণা মেটাতে কেউ কি দাঁড়িয়ে আছে?



বুক পকেটে হাতড়ে মরছি পুরোনো সেই ছবি--
একদা যে স্বপ্ন যাত্রায় ভেসে গিয়েছিল  সময়।
চিক চিক করা বালুকা বেলায় গানে গানে মগ্ন
ঝিরিঝিরি পাতার সাজানো সংসারে ছিটকিনি
এঁটে দিয়েছিলাম।ঠিকমত গোছাতে নিশ্চয়ই
হতাশার কীর্তি রেখে চলেছি!অতঃপর আমার
ঘুনে ধরা অস্তি মজ্জায় নিতান্তই যদি সে আসে
তবুও আমি ঠিকঠাক প্রস্তুত  ছায়া সঙ্গী হতে।
----
--