সীমাহীন শূন্যতার ভিতর
নিজের ছায়াটুকু সম্বল করে
পরাবাস্তবতার আড়ালে চিরকাল নিজেকে লুকিয়ে রাখা যায়?


স্বচ্ছ জলের প্রতিবিম্বে
অবশেষে
নিজের মুখোমুখি--
এ জীবনের মানে কী শুধু শুধু পরিহাসের বেসাতি?


শ্রমিকের কাতারে দাঁড়ানো আজ যে পোড়া মুখ,পুঁজিবাদের বিপরীতে
তুমি কে হে আগন্তুক?


তুমি তো ব্যর্থতা ঢাকতেই
বৈরাগ্যের লেবাস নিয়েছ মাত্র;
দহনের জ্বালা থেকে শব্দকে
আশ্রয়।
------
---