(সান্ত্বনা)


প্রজন্মের শান্তনায় বলতে হয় আজ-
পরীক্ষায় জিপিএ পাঁচ মেধার একমাত্র মাপকাঠি নয়
যুগে যুগে যারা আপন আলোয় ধরাকে করেছেন আলোকময়,
চেয়ে দেখ তাঁদের রেজাল্ট আহামরি কিছু নয়।
পাঠ্য বইকে সর্বস্ব ভেবে সপে দিয়ে মন-প্রাণ,
বাহির জগতে অন্ধ থাকিলে ব্যাহত সকল জ্ঞান।


(বঞ্চনা)


নামী দামী সংস্থা কিংবা ছোট বড় কোম্পানী
লোক নিবে শুধু জিপিএ পাঁচধারী,
আর যত পয়েন্ট সব কি আদা বেপারী?
কেমনে বুঝাই প্রজন্মকে শান্তনা কিসে,
মেধা আছে জিপিএ কম, বৈষম্য কার দোষে।
নীতিবাক্য সামনে ঘুরে নির্বাক যেন
মেধা যদি সব হয় জিপিএ পাঁচ কেন?
---------------------


০৭-০৫-২০১৮
(জিপিএ-৫ এর পিছনে ছুটছে সবাই, কি শিখছে তার দিকে খেয়াল নাই, প্রশ্ন আউট কিংবা নকল করে হলেও জিপিএ-৫ চাই। অবাক হই যখন দেখি পরীক্ষার হলে অভিভাবকরা নকল সরবরাহ করছে!!
জায়গা জমি বিক্রি করে ঘুষ দিয়ে হলেও চাকরী চাই!!)