ঝরা ফুলে হয় না মালা
কে বলেছে এই বিধান?
ঝরে পড়া ফলেও দেখি
শক্তি বলে  গাছ উত্থান।


পরাজয়ে ভয় কেন পাও
এক   বারিষে  বর্ষা  নয়,
জয় পরাজয় মেনে নিয়ে
খেলার মাঠে নামতে হয়।


আঁধার ভেদী আলোক রেখা
নিষ্ঠার  সাথে  খুঁজতে   হয়,
আঁধার  ঘরে জ্বলবে  প্রদীপ
মেহনত    যখন    সবিনয়।