আমি কিছু বাগানের কথা জানি
অনুকূল পরিবেশে চারাও ছিল
আর মালির সঙ্গে অগণিত শ্রমিক
অথচ সুদীর্ঘকাল সেখানে ফুল ফোটেনি ৷


আমি কিন্তু স্বপ্ন দেখা ভুলিনি
পড়ন্ত আলোয় যে ইতিহাস দেখেছি
তাতে ছিল ইবনে সিনা, জাবির
ইবনে খালদুন, আবু রাইহান ৷


সেই গর্বেই বাগানগুলো অগ্নি গর্ভে
প্রাণহীন শাখা তো দহনের জন্যই
ইরাক সিরিয়া ফিলিস্তিনির সাথে
আমার স্বপ্নটাও আগুনের নাগালে ৷


২৩০৩২০১৮
দেবগ্রাম