দাম বেড়ে চলে
নেতা বলে চলে
পেটে তে বড়ই ভুখ

আচ্ছে দিন আসে
টিভির প্রকাশে
এতে কমেনা দুখ।

তেরংা পোড়ে
চাঁদ তারা পোড়ে
পোড়াতে বড়ই সুখ

কেবল হয় না
আমাদের বোধ
পোড়ে যে আমাদের মুখ।