উন্নত জীবন খুঁজে-খুঁজে
       হতাশায় মরতে জানি,
বিলাসী মনকে নিয়ে সর্বদা
       সুখের কথা ভাবতে জানি,
পরিশ্রমের কথা সামনে আসলেই
       বলি এটা পারিনি।


কাজের উন্নতি হল উন্নত জীবন
        পরিশ্রম তার অস্ত্র,
কাজ উন্নত করতে টাকা লাগে না
        গায়ে পড়তে হয় না দামী বস্ত্র।


মনের মত কাজকে সাজালে
        দৃষ্টি কাড়বে যেমন,
জীবনের সাজ লোকে দেখবে
        বিশ্ব গাইবে জয়গান।


পরিশ্রম ছাড়া উন্নত জীবন
        বড়ই মেকি কথা,  
সুখ কল্পনায় আলপনা করা যায়
        বাস্তবে তা বৃথা।