স্বীকৃ্তি নির্ভরতা,সাজানো সজ্জা
অনাবৃত শরীর,সুরা-মাদকতা,
সঙ্গীত কামুকতা,দৃশ্য যৌনতা
কী নেই!শুধু নেই, তুমি সেই…..

হাজার চোখের গন্ডি পেরিয়ে
শুধু মাত্র একটা আলিঙ্গন যাঁর
পোষাক-বর্ম  উপেক্ষা করে
পরিপর্ণতা দিতো অপার…..


তবে কি,ওগো প্রিয়ে আমার,
পাঁচিল উঠেছে হৃদয়ের মাঝে,
প্রাপ্তি প্রাচুয্যে ভাঁটা প্রেম-স্বাদে,
না কি, মন মজেছে পরো কাজে?

ঘুর্ণির কানা-গলি, বন্ বন্ ছোটে অলি
তবু গুপ্ত সে খাজানা,উত্তরও না-জানা।