এই দু'হাজার আঠারো সাল
আসছে পঁচিশ ডিসেম্বর,
'বাংলা কবিতার আসরের'
কবিদেরকে দেই খবরঃ


চার ঘটিকায় আড্ডা হবে
তার সাথে যে কাব্য পাঠ,
কবিতা আর আলোচনায়
ভরে উঠবে আসর-মাঠ।


এসো, কবি বন্ধুসহ
আসর হলো এক উৎসব,
তোমার আশায় থাকবে চেয়ে
আরো কবিবৃন্দ সব।


আবার বলি- পঁচিশ তারিখ
আঠারো সাল মঙ্গলবার,
আসলে তুমি জয় হবে যে-
আড্ডা এবং কবিতার।


ভালো থেকো, সুস্থ থেকো,
যাচ্ছি করে নিবেদন,
বন্ধু, প্রাণের ভালোবাসায়
করছি তোমায় নিমন্ত্রণ।


ঠিক ঠিকানা নিচে দিলাম
ভালো করে নাও পড়ে,
'জয় কবিতার', 'জয় আসরের'
গেঁথে রাখো অন্তরে।


আসরের স্থানঃ
বাসা নং- ৩৩৮/১ আহম্মদ নগর (মনির উদ্দিন মসজিদ লেন), মিরপুর-১, ঢাকা। [মিরপুর-১ এ অবস্থিত 'কিয়াংসি চায়নিজ' এর বিপরীত দিকের রাস্তা ধরে এগিয়ে গেলে ডান দিকের তৃতীয় গলিতে ঢুকে বামদিকের চারটি বাড়ির পর]।


প্রয়োজনে -
রুনা লায়লা :    ০১৬২৫-৯৩৮ ১৩৮
কবীর হুমায়ূন:  ০১৭৩৩-৯৯০ ৯৬৫


দয়া করে পড়ুন- https://www.bangla-kobita.com/runalaila44/alor-misil-kobiter-asore-15/