সদস্যের প্রোফাইলে নতুন সংযোজন
- এডমিন
এখন থেকে এই ওয়েবসাইটের সদস্যেরা ইচ্ছে করলে, তাঁদের প্রোফাইল পেজে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের লিঙ্ক (ফেসবুক, টুইটার এবং লিঙ্কডইন) এবং ব্যক্তিগত ফোন নাম্বার যোগ করতে পারবেন। প্রোফাইল সম্পাদনার পাতায় গেলে ফরমের নিচের দিকে এসব তথ্য যোগ করার জন্য নতুন ঘর পাওয়া যাবে।
প্রোফাইলে জমা দেয়া ফোন নাম্বার শুধুমাত্র সদস্য নিজে এবং এডমিন দেখতে পাবেন। এছাড়া, অন্য কোন সদস্য দেখতে পারবেন না। অন্য কারোর সাথে এই তথ্য শেয়ার করাও হবে না। শুধুমাত্র বাংলা কবিতা ওয়েবসাইটের কোনো প্রয়োজনে এডমিন এই ফোন নাম্বার ব্যবহার করে সদস্যের সাথে যোগাযোগ করতে পারবেন।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের লিঙ্ক হিসেবে শুধুমাত্র সদস্যের নিজের প্রোফাইলের লিঙ্ক যোগ করতে হবে। অন্য কোনো ব্যক্তির বা পেজের লিঙ্ক এখানে যোগ করা যাবে না। এ বিষয়ে নিয়মাবলীর পাতায় সংযোজিত 'জ-৫' নিয়ম দ্রষ্টব্য (সংশোধিত)।
সুস্থ আছি এবং সুস্থ মস্তিষ্কেই কথাগুলো বলেছি ॥ একটু সুষ্ঠভাবে ভেবে দেখুন এই জনপ্রিয় কবিতার পাতাটি খুললেই এখন অনেকগুলো ধাপ পেরিয়ে কবিতার মূল পাতায় যাওয়া যায় ॥ দিন দিন বিজ্ঞাপন বেড়ে চলেছে এই কবিতার পাতাটিতে যা
কখনই কাম্য নয় । কবিতা বিজ্ঞাপন এর জগত নয় ॥ আশাকরি কিছুটা পরিষ্কার করতে পারলাম ॥
সত্যি কথা বলার কণ্ঠ আমাকে কেয় রোধ করতে পারবে না ॥
ভাল থাকুন সুস্থ থাকুন প্রিয় ॥
সকল নিয়ম মেনে জমা দিয়েছি বাট কবি পরিচিত বাকি আ...।!
অসংখ্য ধন্যবাদ বাংলা-কবিতা.কম কতৃপক্ষ কে।
এমন কার্যক্রম আমাদের মাঝে সংযুক্ত করে দেওয়ার জন্যে। ভালো থাকুক বাংলা-কবিতা.কম এর সাথে জড়িয়ে আছে এমন সব প্রিয় মানুষ গুলো। শুভ কামনা রইল।
তবে এখনো আমার প্রোফাইলে কবি পরিচিতির জায়গাটি পরিবর্তন হয়নি।
সমস্ত রকমের শুভেচ্ছা রইলো।