বন্ধুত্ব
আলাউদ্দিন আদর


ঘাস-মাটির সম্পর্ক ভালো গেলে-
খরা কিংবা শীতেও সবুজে ভরা থাকে মাঠ
পথিক ব্রিজে হয়না নদীপার;ভরসা-
গান বাঁধতে না জানা বদি মাঝির খেয়াঘাট!


ডরমপাতা শুকিয়ে ঝরে যায়;
তবু টুনটুনি বিশ্বাসের সংসার গড়ে তাতে
কাকতাড়ুয়ার ভেল্কি,শিকারীর ভয়;
শালিকের দল তবু মাঠে ছোটে রোজ প্রাতে!


বিশ্বাসী জেলে উত্তাল সমুদ্রে জাল ফেলে-
ডিঙ্গি ভরা মাছে কূলে ফেরার আশায়
জগৎ সংসার টিকে আছে কিসে?
আমি বলি- বিশ্বাস,বন্ধুত্ব,ভালোবাসায়।


আমি তোমাতে জড়াবো বন্ধুত্বের বন্ধনে-
যে বন্ধনে-বালি বালিতে জড়ালে হয় পাহাড়;
বালি,সিমেন্ট-পাথরে জড়ালে তৈরি হয় প্রাসাদ
মানব মানবীতে জড়ালে হয় ফুটফুটে মানবফুল!