নিস্তব্ধ জীবনের সকল বেদনার ইতিবৃত্ত
মিলে রচিত হবে এক কালজয়ী মহাকাব্য।
প্রতিটা হৃদয় নিংড়ানো দীর্ঘশ্বাস বেদনার পাণ্ডুলিপি,
শুরু থেকে আজ বেদনার পাল্লাটা ভীষণ ভারি।
শূন্য প্রাপ্তির বিপরীতে বিয়োগের খরগোশ দৌড়,
তারাহীন জীবনের আকাশ কেবল বেদনার নীলে ভরপুর।
অথৈ সাগরে কেবল ভেলায় চড়ে সাঁতরানো কুলের সন্ধানে।
এইসব কিছু মিলে হারানোর ইতিবৃত্ত নিয়ে লিখবো
জীবনের মহাকাব্য,
আর খুজে নেবো ছলনার আড়ালে লোকানো সুখের হীরামন সকাল।