ইলেক্ট্রো যান্ত্রিক ব্যবস্থায় তৈরী ধাতব শরীর,
হাত পা মাথা সবই আছে ঠিক মানুষের অবয়ব।
ধাতব শরীরের কোথাও লুকিয়ে থাকা গোপন সেন্সরে নির্দেশিত যত কাজ,
সবই চালিয়ে নেয় ঠিক মানুষের মতো।
নিজস্ব স্বাধীনতা নেই যার পরাধীন শিকলে বাধা ধাতব শরীরের গোপন সেন্সরই মানুষের ইশারা।


রোবট তো রোবটই,
মানুষও রোবট হয়,
কখন,
যখন হারাতে হারাতে হারানোর কোন কিছু বাকি থাকেনা,
থাকেনা পৃথিবী থেকে আর কোন প্রত্যাশা
মানুষ তখনই রোবট হয়।
মাথার ভেতর ব্রেইনটা হয়ে যায় সেই ধাতব রোবটের সেন্সরের মতো।