আমার অনুরোধ মাড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছে রাতের আকাশ,
তারারা ঝরে পড়েছে বেদনায় চাঁদের আলো ছিল ম্লান।
পাখিরা করুণ সুরে গেয়েছে বিরহের গান,
থেমে গিয়েছিল জলস্রোতের কলকল ধ্বনি।
আকাশ কান্না থামাতে পারেনি তাই অঝোর ধারায় বৃষ্টি ঝরিয়েছে।
সেতার এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল তার সুর।
গোলাপ,বেলি,চামেলিরা সুভাষ ছড়ানোও ছেড়ে দিয়েছিল,
নিস্তব্ধ হয়েছিল রাতের রজনীগন্ধা।
রাতের নীরবতা বারবার পিছু নিয়ে ডাকছিল তোমায়, ফিরে এসো প্রিয় তবু তুমি ফিরে এলে না।
হায় তুমি এলে না।