জলের কাছে নুয়ে থাকা;
হেলান দিয়ে শুয়ে থাকা,হিজলের শরীর
কেউ জানেনা নদীর চেয়ে বেশি
-ফুলবতী জৈবন.....  
বিলাপহীনা ঝরে পড়ে শেষের পাতাটি
জলের আদর জানতো কিছু যে!
সেসব কথা গোপন কালির আঁচড়
হয়না আপন নিখুঁত ছবি আঁকা।
কোমলতার বাঁধন ক্ষয়ে-
অনেক বাধার পরেই,বাঁকে নদীর তীর।

সর্বসহা সীমা! খুঁজে পাওয়া দায়
অশেষ অধীরতার অসীম সীমানা
বলতে গিয়ে চলতে গিয়ে
-নতমুখী যৈবন.....  
সরল নদীর হৃদয় ভেঙে যায়;
তবুও গমন সম্মুখেরে ঘিরে
চাওয়া-পাওয়ার ইতিকথা-
নাম মুছে যায় কেউ রাখে না মনে    
মায়ার চাদর ডুবতে থাকে ধীরে;
সাগরগভীর মাঝেই বিলীন ঠিকানা।
  
--<>=====©====<>--