যতক্ষণ আমার শ্বাস ,
শরীর যতক্ষণ ,বহমান আশপাশ !
যতক্ষণ আমার সময় আর পৃথিবীর চলাচল ,
ততক্ষণ আমায় ঘিরে সবার যত ভন্ড কোলাহল ।


আমার শরীর এখনো বহমান ,
তাই আমায় ঘিরে এখনো আয়োজনো চলমান !
জানি আমি শ্বাস যখন যাবে চলে ,
সব ভন্ড আয়োজন ,হবে না কোলাহলে ,
নিজ পরিবার হয়তো আমায় ভুলবে ,
তার স্বত্তেও আমার শ্বাসবিহীন শরীরে থাকবে কিছু যত্ন ,
ভুবন আমার ,শ্বাস যতক্ষণ ততক্ষণ আমি রত্ন ।


যতক্ষণ শ্বাস ,
ততক্ষণ থাকবে যে নানান স্বাধের ,বন্ধুর ঢল ,
জানি আমি যতক্ষণ শ্বাস ,
ততক্ষণ আমায় ঘিরে যে ভন্ড কোলাহল ।