অনুভবে কিছু মোহ পুষেছিলাম....
শীতের এই সন্ধিক্ষণে-
সেই-সব অদৃশ্য মোহগুলো ছুঁয়ার বাইরে থেকে হাঁপিয়ে ওঠে!
অথচ আগ বাড়িয়ে ধরতে পারি না।
হঠাৎ জড়তার খেয়াল ভেঙে ধোঁয়া হয়ে এলে- বিদঘুটে ছাইরঙে আটকে থাকি!
পুরনো শীতের অসংলগ্ন বায়না ঝাপটে ধরে আবেশিত ক্যানভাসের মতো।
নিখুত ধূর্তামি এড়িয়ে যাইনা, সঙ্গ দিই জলেমিশে।
অস্তিত্বের সঙ্গোপনে অস্তিত্ব পালিত হয় মহৎ তপস্যায়।
হৃৎপিণ্ডের বিম্বে লক্ষণীয় আঁচড়...!
কতকাল বয়ে যাই সপ্রতিভ ভঙ্গিমায়।
ওপাশে ভালো থাকে বিভ্রম, এপাশে
কাগজের কারুতে নিঃসঙ্গ আলপনা
লেপ্টে থাকে যুগ যুগ।