তোমরা কেউ বলতে পারো ভাই..........
বাংলার আকাশে আজ কেন কালো মেঘের
এত ঘনঘটা, কিসের এই আয়োজন ?
কিসের তরে বাদল ঝরে অঝোরে আজিকে
কেন তার এই ডুকরে ডুকরে ক্রন্দন ?


ও ভাই বাঙালী কেন আছো ভুলি.........  
তুমি কি জানো না আজ সেই বেদনার দিন
বাংলার রবি ছেড়ে সবি গিয়েছে অস্ত ।
আমাদেরই উপর তাঁর সেই গুরুভার বহন
করিবার তরে সব দায়িত্ব করেছে ন্যস্ত ।


তবে কি ভাই আমরা সবাই...........
তাঁরে কি করি ঠিক সে রূপে স্মরণ, যেভাবে
ঋনী করে গেল মোদের এই প্রিয়জন ?
রাশি রাশি ভারা ভারা সোনালি ফসলে ভরে
দিয়ে, গেল কাঁদিয়ে এই ২২শে শ্রাবণ ।  


কাঁদো কবি কাঁদো বাংলার জনগণ.......
আজও কাঁদে যে শ্রাবণ কাঁদো আজ নির্ঝর  
অশ্রু করে বিসর্জন কাঁদো রবির তরে ।
আলোক উজ্জল রবি কলমে এঁকেছিল যেই
ছবি সেই ছবি নাও হে সবে হৃদয় ভরে ।  

রচনাকালঃ- রাত ৮.০৯টা, মঙ্গলবার,  ২২শ্রাবন ১৪২৬,
৪ জিলহজ ১৪৪০, ৬ আগস্ট ২০১৯, মিরপুর, ঢাকা ।