পুঁজি বলতে তোমার ঐ একটিই ছিল বুঝি
ছাপ্পান্ন ইঞ্চির বুকের মাপ ।
রাজপথে তাই ছড়িয়েছিলে গোঁয়ারের মতো
নোংরা রাজনীতির উত্তাপ ।


জনহিতকর সরকারের উপর করেছিলে সৃষ্টি
রকমারি কতনা অযথা কৌশলী চাপ ।
অগত্যায় তোমায় সরকার তবে ঢুকালে জেলে
তুমি নেতৃত্বে এগুলে কয়েক ধাপ ।


শপথ, নেতা বা নেত্রী হতেই হবে তোমায় তাই
বেনামী স্বামী বানালেও কত বাপ ।
একদা এল তোমার সাধের সেই মাহেন্দ্রক্ষন
সুযোগ বুঝেই দিলে তাতে ঝাপ ।  


হুজুগে হলে তুমি দেশের স্বঘোষিত মহান নেতা
তখন পাহাড় সমান কামালে পাপ ।
বিরোধীদের পাখির মতো গুলি করে কতেককে  
নির্মম ভাবে মেরে দিলে টুপটাপ ।

জনতার পেলে যত ধিক্কারভরা ঘৃণা নিন্দবাদ
সবার পেলেও কত অভিশাপ ।  
অতি সাহসী ওরে অপরিণামদর্শী, মিটালে যত  
ছিল শখ, তবে রেখে গেলে কালের কালো ছাপ ।।  


রচনাকালঃ-২৩/১২/২০১৭ ঢাকা।